Posts

Showing posts from January, 2018

সমগ্র পৃথিবীতে প্রাণীর অভিযোজন

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  সমগ্র পৃথিবীতে প্রাণীর অভিযোজন ( পবিত্র কুরআনের সাক্ষ্য ) । সহজ অর্থে অভিযোজন হলো কোন প্রাণী তার পরিবেশে নিজেকে ভালমত খাপখেয়ে বেঁচে থাকার নাম । অভিযোজন প্রাণীর জন্য অত্যন্ত জরুরী । কারন অভিযোজন ছাড়া প্রাণী পরিবেশে টিকে থাকা সম্ভব নয় । মহান আল্লাহ্ এ দুনিয়াতে বহু প্রাণী ছড়িয়ে দিয়েছেন আবার পরিবেশে বাঁচার জন্য তাদের মধ্যে নানা রকম কৌশল জিনের মধ্যে সেটআপ বা বসিয়ে দিয়েছেন । অভিযোজন না থাকলে বিচিত্র পৃথিবীর জলবায়ুতে বিভিন্ন প্রকার প্রাণীর অস্তিত্ব থাকত না । ফলে মানুষ টাকা খরচ করে বিভিন্ন দেশ বা মহাদেশে ঘুরত না আর কোটি মানুষের জীবিকা উপার্যন হতো না । যাক পরের কথায় আসি । অভিযোজন বুঝার জন্য একটা উদাহরন দেই তাহলে ধারনা পরিষ্কার হবে । মহান আল্লাহ্ বলেন : এটি আল্লাহর হেদায়েত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা, এপথে চালান (নূহ, ইসহাক, এয়াকুব, দাউদ, সোলায়মান, আইউব, ইউসুফ, মূসা , হারুন, যাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াস, ইসরাঈল, ইয়াসা, ইউনূস, লূত আঃ এর কিছু বংশধর)। যদি তারা শেরেকী করত, তবে তাদের কাজ কর্ম তাদের জন্যে ব্যর্থ হয়ে যেত (০৬:৮৮)।

পৃথিবী গোলাকার না ডিম্বাকার!

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  পৃথিবী গোলাকার না ডিম্বাকার!( পবিত্র কুরআন পৃথিবীর আকৃতি সমন্ধে কি বলে ? ) মহাগ্রন্থ আল-কুরআন আধুনিক বিজ্ঞানের যুগেও চ্যালেঞ্জ এর সাথে মুকাবিলা করে আসছে । আদিম সময়কাল থেকে মানুষ অনুমান পূর্ব ধারনা করত যে, পৃথিবীর আকার হচ্ছে চ্যাপ্টা ।  ১৫৯৭ সালে "ফ্রান্সিস ড্রেক" প্রথম পৃথিবীর চারদিকে নৌ-ভ্রমন করে প্রমান করেছিলেন যে, পৃথিবী গোলাকার। আর বিজ্ঞান আধুনিক হবার ফলে আমরা জানতে পেরেছি যে পৃথিবী গোলাকার পরে স্যাটেলাইটের মাধ্যমে আমরা আরো জানতে পেরেছি যে, পৃথিবী আসলে সুষম গোলাকার নয় অনেকটা উপবৃত্তকার বা উটপাখির ডিমের মত । যদিও এ বিষয় গুলোও আবিষ্কৃত হয়েছে মাত্র কয়েক শতাব্দী আগে ।   তাহলে দেখি মানবজাতির উপর অবতীর্ন সর্বশেষ আসমানী কিতাব মহাগ্রন্থ আল-কুরআন কি বলে ? মহান আল্লাহ বলেন : তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রি দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাত্রিকে আচ্ছাদিত করেন (যুমার : ০৫) । এখানে আরবী يُكَوِّرُ শব্দটির অর্থ হচ্ছে “আচ্ছাদিত বা মোড়ানো ” বা ”একটি জিনিষ দ্বারা অপ

পাহাড়কে পৃথিবীতে পেরক হিসেবে রেখেছেন

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  পাহাড়কে পৃথিবীতে পেরক হিসেবে রেখেছেন ( পবিত্র কুরআন কি বলে? ) “পৃথিবীর অনেক অংশ জুড়ে রয়েছে পাহাড় । এগুলো কিন্তু এমনিতে এমনিতে সৃষ্টি করা হয় নি । পরিবেশগত দিক দিয়ে বিবেচনা করলে এর অনেক গুরত্ব আছে তার সাথে সাথে রয়েছে আরেকটা মুখ্য দিক তা হলো পৃথিবীতে পাহাড়কে স্থাপন করেছেন পেরক হিসেবে ।’’ মহান আল্লাহ্ বলেন : যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ (বিচারের দিনে) তাঁর সাথে কথার অধিকারী হবে না। যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে (নাবা ৭৮:৩৭-৩৮)। পরিভাষাঃ ১. “ প্রফেসর ফ্রাঙ্ক প্রেস ” Earth   বইটির রচয়িতাদের অন্যতম। তিনি ছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের বিজ্ঞান-বিষয়ক উপদেষ্টা। পরবর্তীতে ১২ বছর তিনি ছিলেন ওয়াশিংটনের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমি প্রধানের দায়িত্বে। ডাঃ ফ্রাঙ্ক প্রেস  বলেন-পর্বতের অত্যন্ত গভীর শিকড় রয়েছে যা পৃথিবীর অভ্যন্তরে। বুঝতে হলে  অনেকটা ভাসমান বরফের অথবা খুঁটির মতো যার ৯০