Posts

Showing posts from February, 2020

নূহ আ:এর নৌকা ও বিশ্ব স্বীকৃতি ।

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  নূহ আ:এর কিশতী /নৌকা ও বিশ্ব স্বীকৃতি ( পবিত্র কুরআন কি বলে ?) । হযরত নূহ (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনের ২৮টি সূরায় ৮১টি আয়াতে বর্ণিত হয়েছে। পিতা আদম (আঃ) এর মৃত্যুর বহু বছর পর লোকের আবার শিরক কুফরি করতে শুরু করে আর তাদের সংশোধন করতে মহান আল্লাহ্ তাদের উপর নবী নূহ (আঃ) কে পাঠান । তিনি ইরাকে বসবাস করতেন ।  আর এটা বিশ্ব স্বীকৃত যে, পৃথিবীর সর্বপ্রথম মানব সভ্যতা গড়ে  উঠে (খ্রিষ্টপূর্ব ৫,০০০ অব্দ) মেসোপটেমীয়তে   আর মেসোপটেমীয় সভ্যতা বর্তমানে ইরাকে অবস্থিত। মধ্যপ্রাচ্যে বহু নবী রাসূল এসেছিলেন । আসার কারন হলো মহান আল্লাহ্ এই স্থান থেকে মানব ইতিহাস সূচনা করেছিল । মহান আল্লাহ্ বলেন - আমি তাকে (নূহ নবী) ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম। এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম। আমি তা পরবর্তীদের তা স্মরণে রেখেছি (৩৭ : ৭৫-৭৭) । মূলত খ্রিষ্টপূর্ব ৫,০০০ অব্দ থেকে ৪,০০০ অব্দ অবধি সভ্যতা অবস্থান ছিল মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অর্থাৎ ইরাক ,সিরিয়া ,মিশর এর আশেপাশে । এ কথা পাশ্চাত্য প্রত্নতাত্ত্বিকগণের দ্বা