Posts

Showing posts from February, 2018

সমুদ্রের কোন কোন প্রাণী খেতে পারবেন ?

Image
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  সমুদ্রের কোন কোন প্রাণী খেতে পারবেন ( পবিত্র কুরআন কি বলে ?) । সমুদ্রে আছে নাম জানা , অজানা লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী । আমাদের বাংলাদেশে অবশ্য সামুদ্রিক মাছ খুব কম আহরণ হয় তাই আমরা এর সাথে এত পরিচিতি নেই কিন্তু যারা উপকূলীয়েতে বসবাস করে তাদের কাছে অসংখ্য প্রাণীর সমাহার ঘটে । সমুদ্রে বসবাস করে বিভিন্ন প্রাণী / মাছ । যেমন যদিও তিমিকে প্রায়ই তিমি মাছ বলা হয়, এরা কিন্তু মোটেও মাছ নয়, বরং স্তন্যপায়ী প্রাণী । এমন আরো অনেক প্রাণী সমুদ্রে বসবাস করে যাদের মধ্যে মাছের বৈশিষ্ট্য বলতে কিছুই নাই। মহান আল্লাহ্ বলেন : অনুবাদ : দুটি সমুদ্র সমান হয় না-একটি মিঠা ও তৃষ্ণানিবারক এবং অপরটি লোনা। ঊভয়টি থেকেই তোমরা তাজা গোশত আহার কর ,,,, (সূরা ফাতির ৩৫:১২)। এখানে সমুদ্রের প্রাণী আহারের ক্ষেত্রে মাছ শব্দটি ( حِيتَانُهُمْ = দেখুন , সূরা আরাফ ০৭:১৬৩) না ব্যবহার করে   করেছেন প্রাণীর গোশতের ( لَحْمًا ) সাথে   । যেমন সূরা আল-ওয়াকে’য়া তে বলা আছে , (থাকবে) তাদের মনের চাহিদা মোতাবেক (রকমারী) পাখির গোশত (৫৬:২১)। তার অর্থ মহান আল্ল